বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাহুবলে ট্রাক-বাসের সংঘর্ষ আহত ১০ 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবলে ট্রাক-বাসের সংঘর্ষ আহত ১০ 

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি গত মঙ্গলবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দী নামক স্থানে ঘটেছে। 

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা সুরমা এক্সপ্রেস বাসটি বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দী ব্রিজের উপর আসামাত্রই বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। 

এ সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার, বাসের ৮ যাত্রী আহত হয়। এমতাবস্থায় নোহা গাড়িতে থাকা সিলেট শহরের ৩ জন হজ্জ যাত্রী রক্ষা পেলেও চালক রাজু আহমেদ আহত হন। 

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাকটি থানায় নিয়ে যান।

টিএইচ